close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বরিশাল বাবুগঞ্জে ১০ কেজি গাজা সহো এক জুবোক পুলিশের হাতে আটোক..

Md Rakib avatar   
Md Rakib
মোং রাকিব হাং
সদোর উপোজেলা প্রতিনিধি বরিশাল

বরিশালের বাবুগঞ্জে ১০ কেজি গাঁজা সহ নয়ন তালুকদার (১৯) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

মোং রাকিব হাং  সদোর উপজেলা প্রতিনিধি বরিশাল

পুলিশ জানায়, মঙ্গলবার (২০ মে) রাতে বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট থানার এসআই মোঃ তারিকুজ্জমান এবং এএসআই মোঃ আজমল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করা কালীন রাত ১১ টার সময় বরিশাল টু ঢাকা মহাসড়কস্থ গড়িয়ারপাড় নামক বাস স্ট্যান্ডে বানাড়ীপাড়া গামী মাহেন্দ্র গাড়ীতে অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। সে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বহরবুনিয়া ইউনিয়নের মিলন তালুকদারের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি নীল রংয়ের ড্রাম তল্লাশি করে ড্রামের মধ্যে পেস্ট রংয়ের ১০ টি পলিথিনের প্যাকেট পান। প্রতিটি প্যাকেটে ০১ (এক) কেজি করে মোট ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয় । যার অবৈধ বাজার মূল্য অনুমান ৬ লাখ টাকা।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির সিকদার জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Inga kommentarer hittades