close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
সকালবেলা শীতের নরম রোদ যখন সারি সারি আমগাছের মাথায় এসে পড়ে, তখন খুলনার সরকারি ব্রজলাল কলেজের প্রাঙ্গণ যেন জীবন্ত চিত্রকর্ম হয়ে ওঠে। বিশাল সবুজ মাঠের ঘাসে লেগে থাকা হালকা হলুদ আভা আর শিক্ষার্থীদের প্রাণোচ্ছল আড্ডা জায়গাটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। কেউ গল্প করছে, কেউ হাসছে, আবার কেউ বন্ধুদের সঙ্গে মেতে আছে খুনসুটিতে। মাঠের একপাশে কোনো এক বন্ধুর জন্মদিন উদ্যাপন করতে দেখা গেল ছোট একটি দলকে।
সরকারি ব্রজলাল কলেজ শুধু খুলনার নয়, বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এক অনন্য গৌরব বহন করে। কলেজের সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র হলো শহীদ মিনারের পাশের বকুল চত্বর। এখানে প্রতিদিন জমে শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক আড্ডা।
বকুল চত্বরের একটি কক্ষে চলছিল আবৃত্তি দলের উচ্চারণ অনুশীলন। পাশের আরেকটি কক্ষে যুক্তি আর পাল্টা যুক্তি দিয়ে গরম হয়ে উঠেছে বিতর্কের মহড়া। এখানে অংশ নিয়েছেন কলেজের ডিবেটিং ক্লাবের সদস্যরা। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি শিক্ষার্থীদের যুক্তি এবং বক্তব্য উপস্থাপনার দক্ষতা উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।
ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক, ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইলমী জানালেন, বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা ১০০ জনেরও বেশি। তারা জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্যের নজির রেখেছে। এমনকি জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অভিজ্ঞতাও অর্জন করেছে।
এই বছর ডিবেটিং ক্লাব দুটি বড় আয়োজনের পরিকল্পনা করছে—একটি জাতীয় এবং একটি আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা। নিয়মিত বিতর্ক অনুশীলন হয় সপ্তাহে তিন দিন—রবি, মঙ্গল, এবং বৃহস্পতি। সোমবারের জন্য রাখা হয়েছে পাঠচক্র, যা ক্লাবের শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে সহায়ক।
ব্রজলাল কলেজের শিক্ষার্থীদের এই প্রাণবন্ত কর্মকাণ্ড এবং ঐতিহ্যবাহী পরিবেশই প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাসকে আজও জীবন্ত রেখেছে।
No comments found