ব্রহ্মরাজপুর কাল ভৈরব মন্দিরে বিএনপি নেতাদের পরিদর্শন

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত কাল ভৈরব মন্দিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দ পরিদর্শন করেছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত কাল ভৈরব মন্দিরে শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে  পরিদর্শন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দ। 

শনিবার (১২ এপ্রিল '২৫) রাতে সাবেক উপজেলা বিএনপির আহবায়ক ও ০৯ নং ব্রহ্মরাজপুর পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ নুরুল ইসলামের নেতৃত্বে  ভৈরব মন্দির পরিদর্শন করা হয়।এসময় এ্যাডঃ নুরুল ইসলাম পুরোহিতের সঙ্গে দেখা করেন এবং খোঁজখবর নেন। 

এসময় উপস্থিত ছিলেন ০৯ ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক এম এ হাসান, ব্রহ্মরাজপুর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সদস্য মোঃ সাইফুল ইসলাম, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যাপক আ: ওয়াদুদ, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল প্রমুখ। 

কাল ভৈরব মন্দির পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি তরুন সাহা, সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ, পুরোহিত আশিষ বসু, দল পরিচালক গৌরচন্দ্র ঘোষ,বাবু বিশ্বাস প্রমুখ।

没有找到评论


News Card Generator