বরগুনা প্রতিনিধি :
মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে বরগুনা জেলায় দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে স্বাধীনতার ৫৪তম বিজয়বার্ষিকী- ৩১ বার তোপধ্বনি, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো জেলা। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে আয়োজিত এসব কর্মসূচি মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করেছে।
মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে বরগুনা জেলায় দিনব্যাপী ও বহুমাত্রিক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশে। ১৬ ডিসেম্বর, মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা কালেক্টর গ্রাউন্ডসে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়।
বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার শহিদদের গণকবর ও শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহিদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয় এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
বর্ণাঢ্য কুচকাওয়াজ ও প্রদর্শনী-
গতকাল ১৬ ডিসেম্বর সকাল ৯টায় বরগুনা জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, জেলা পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সদস্যরা অংশগ্রহণ করেন।
কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা এবং সম্মানিত জেলা প্রশাসক। তাঁরা কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া পরিদর্শন করেন।
কুচকাওয়াজ ও বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিজয়ী দল ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) অনিমেষ বিশ্বাস এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সজল চন্দ্র শীল নিজ হাতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ পরিবেশনা দর্শকদের দারুণ প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ ইব্রাহীম (ক্রাইম অ্যান্ড অপস), **মোঃ সালাহ্উদ্দিন (সদর সার্কেল)**সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও নানা শ্রেণি-পেশার মানুষ।
দিনব্যাপী নানা কর্মসূচি-
বিজয় দিবস উপলক্ষে বরগুনা শিল্পকলা একাডেমি মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। দুপুরে সব ধর্মীয় উপাসনালয়ে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও পরিবারকে সংবর্ধনা-
মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে বরগুনা জেলা পুলিশের উদ্যোগে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার দুপুর ৩টায় বরগুনা পুলিশ লাইন্স ড্রিল শেডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা। তিনি বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের হাতে সম্মাননা উপহার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন,
“মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের আত্মত্যাগের কারণেই আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।”
এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আবেগঘন ও সম্মানজনক পরিবেশে সম্পন্ন হয়।
মুক্তিযোদ্ধাদের সম্মানে আলোচনা সভা-
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন,
“বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনার প্রেরণার উৎস হয়ে থাকবে।”
সার্বিক মূল্যায়ন-
সার্বিকভাবে বরগুনায় মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচি ছিল সুশৃঙ্খল, বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ। এসব আয়োজন নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
বরগুনা জেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন।বিজয় দিবস উপলক্ষে বরগুনা স্টেডিয়ামে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় – জেলা প্রশাসন একাদশ ও বীর মুক্তিযোদ্ধা একাদশ। শিশুদের জন্য আয়োজন করা হয় ১৯৭১ মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়
এছাড়াও বিজয় দিবস উপলক্ষে বিকেলে বরগুনা শিল্পকলা একাডেমি মাঠে ৩দিন ব্যাপি বিজয় মেলার উদ্বোধন করা হয়,
প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শিল্পকলা একাডেমিতে,



















