close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বরগুনায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত 

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
জেলা প্রতিনিধি,বরগুনা।। 
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় ও চিরস্মরণীয় দিন। যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে বরগুনা জেলায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে।
দিবসটির সূচনালগ্নে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৬টা ৩০ মিনিটে বরগুনা পৌরসভাস্থ শহিদ গণকবর এবং সকাল ৬টা ৪৫ মিনিটে শহরের শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন বরগুনার জেলা প্রশাসক জনাব তাছলিমা আক্তার, পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাহ্উদ্দিন।
এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অব্যাহত উন্নতি কামনা করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করে চূড়ান্ত বিজয় ও একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
لم يتم العثور على تعليقات


News Card Generator