close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বরগুনায় দুটি বাড়িতে ডাকাতি, ১৫ ভরি স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকা লুট..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
জেলা প্রতিনিধি, বরগুনা।। 
বরগুনায় প্রবাসীর বাড়িসহ দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এক নারী আহত হয়েছেন। ডাকাত দল ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা এবং ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনা সদর থানার ওসি। তিনি ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
জানা গেছে, বরগুনা সদর উপজেলার পৌর এলাকার আমতলার পাড়ে প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে রাত তিনটার দিকে ৬-৭ জনের এক ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। তারা মিজানুর রহমানের স্ত্রী মনিরা সুলতানাকে দেশীয় অস্রের মুখে জিম্মি করে স্টিলের আলমারি ভেঙে ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এ সময় ওই নারী বাধা দিলে ডাকাতরা ধারালো অস্র দিয়ে তাঁর পেটে আঘাত করে এবং হাতের আংটি খুলতে দেরি হওয়ায় আঙ্গুলে আঘাত করে। সকালে প্রতিবেশীরা টের পেয়ে আহত নারীকে মুমূর্ষু অবস্থায় বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত মনিরা সুলতানা জানান, ডাকাতির সময় তিনি ঘরে একাই ছিলেন। পরে পুলিশে খবর দিলে সদর থানার ওসি-সহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে।
অন্যদিকে, বদরখালী ইউনিয়নের কুমড়াখালী গ্রামে দীপক হাওলাদারের ঘরে সিঁধ কেটে ঢুকে ঘরের সবাইকে বেঁধে জিম্মি করে মারধর করে ৮ ভরি স্বর্ণ, নগদ এক লাখ টাকা এবং দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
এই দুই ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বরগুনা সদর থানার ওসি আব্দুল আলীম বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 
Không có bình luận nào được tìm thấy


News Card Generator