বরেন্দ্র বিশ্ববিদ্যালয় (VU) ও বিজনেস অটোমেশন লিমিটেড (BA) এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই অনুষ্ঠানটি গত ২৮ এপ্রিল সোমবার বিকাল ৪টা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের বিভাগীয় প্রধান সাবিনা ইয়াসমিন এবং বিজনেস অটোমেশন লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ট্রেনিং কো-অর্ডিনেটর তৌফিকা সালাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, সিএসই বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. শামীম আহমেদ এবং রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল।
এই চুক্তির মাধ্যমে দুই পক্ষ গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা, শিক্ষাক্রমে বাস্তব শিল্পক্ষেত্রের অন্তর্দৃষ্টি যুক্ত করা এবং শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে একমত হন। চুক্তির আওতায় যৌথ গবেষণা, প্রশিক্ষণ, কর্মশালা ও ইন্টার্নশিপের সুযোগ থাকবে।
উপাচার্য ড. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, “এই সমঝোতা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।”



















