close
  
  
         
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমানের বক্তৃতা: ‘দখলবাজ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ব
 
			 
				
					গাইবান্ধা, ২৪ ডিসেম্বর: বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমীর ডা. শফিকুর রহমান গতকাল গাইবান্ধা ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি এক প্রতিশ্রুতি দিয়ে বলেন, "আমরা একটি বৈষম্যহীন দেশ গড়তে চাই, যেখানে দখলবাজি, চাঁদাবাজি এবং দুর্নীতি থাকবে না, যেখানে শ্রমিকরা তাদের অধিকার পাবে এবং সমাজে সমতা প্রতিষ্ঠিত হবে।"
ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে বর্তমান সরকারের অধীনে চলমান অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং শহীদদের স্বপ্ন অনুযায়ী একটি ন্যায়ের ভিত্তিতে দেশ প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, "গাইবান্ধায় অনেক মানুষের বুক খালি হয়েছে, দেশব্যাপী গুম ও হত্যা হয়েছে, কিন্তু এই দেশ স্বাধীন করার মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা।"
তিনি গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দাবি করেন এবং অভিযোগ করেন যে, এখানে ইসলামপ্রিয় জনগণের কারণে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। ডা. শফিকুর রহমান বলেন, "জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে, এই অঞ্চলের মানুষ তাদের প্রাপ্য সবকিছু পাবে এবং বৈষম্য দূর হবে।"
আলোচনা চলাকালীন তিনি দুর্নীতি, দখলদারি এবং চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রামের আহ্বান জানান। তিনি আরো বলেন, "আমাদের প্রিয় দেশকে আমরা শহীদদের রক্তে রক্ষা করেছি, এখন তার সঠিক সম্মান ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব।"
এছাড়া তিনি উল্লেখ করেন, "গাইবান্ধা জেলার যে সকল হিন্দু পুরোহিত জামায়াতে ইসলামীকে সমর্থন করছেন, তাদের সাহসিকতার প্রশংসা করি।"
সম্মেলনে অন্যান্য বক্তারা বলেন, জনগণের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী শক্তিশালী ভূমিকা পালন করবে।
ডা. শফিকুর রহমান বলেন, "আমরা একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই, যেখানে সকল নাগরিকের অধিকার নিশ্চিত থাকবে।"
সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী’র অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট সমাজসেবীরা।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			