বরিশাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার তিন শীর্ষ নেতা সম্প্রতি তাদের সংগঠন থেকে পদত্যাগ করে আবারও ছাত্র ফেডারেশনে যোগদান করেছেন। সংগঠনের অভ্যন্তরীণ সমস্যার কারণে এবং জুলাই আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থতা দেখে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) পদত্যাগপত্র জমা দিয়ে যুগ্ম সদস্য সচিব নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা রিয়া ও সংগঠক অনন্যা ইসলাম এশা জানান, তারা বৈষম্যবিরোধী আন্দোলনের রাজনীতিতে ‘লেজুড়বৃত্তিহীন’ আদর্শ আশা করেছিলো, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। কেন্দ্রীয় নেতাদের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তে যুক্ত হওয়ার ফলে সাংগঠনিক শূন্যতা তৈরি হয়েছে এবং আন্দোলনের ঐক্য ভেঙে পড়েছে।
পদত্যাগীরা অভিযোগ করেছেন, ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিটের নেতারা এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগ দিতে বাধ্য করছেন। পাশাপাশি দুর্নীতি, মামলা ও দখলবাজি চলে চলছেই। তারা এসব কর্মকাণ্ডের কারণে গণঅভ্যুত্থানের রাজপথের সৈনিক হিসেবে বিব্রতবোধ করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ দাবি করেছেন, পদত্যাগকারীরা সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিন অংশ নেননি, তাই তাদের অভিযোগ ভিত্তিহীন।
এর আগে জুন মাসে তিনজন নেতা—হাসিবুল আলম তুরান, তৌহিদুল ইসলাম আবিদ ও তাহসিন আহমেদ রাতুলও পদত্যাগ করেছিলেন একই অভিযোগকে সামনে রেখে।
বিগত কয়েক মাসে বরিশালের ছাত্র রাজনীতিতে এই ধরনের পদত্যাগ ও পুনর্মিলনের ঘটনা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। রাজনৈতিক অস্থিরতার এই মঞ্চে যুবকদের অভিমত ও আদর্শের সংঘাত স্পষ্ট হচ্ছে। আগামীতে সংগঠনের ঐক্য ও নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়া কেমন রূপ নেবে, তা এখন দেখার বিষয়।