close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বোচাগঞ্জে স্বামীর মোটা অংকের অর্থ দিয়ে আশা আক্তার বাড়ির নির্মাণ করেছেন ..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কোটি টাকার সম্পদ জরুরি ফাইল উদ্ধার এবং স্ত্রী ও কন্যা সন্তান উদ্ধারের দাবিতে আটজনকে আসামি করে ১০৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করা হয় ২০/০১/২০২৬ ইংরেজি তারিখে। বাদী হিসেবে মামলাটি করেছেন আব্দুল মজিদ খান। মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, আশা আক্তার স্বামীর বাড়ি বিক্রি করা নগদ ১৭ লক্ষ ৯ হাজার ২০০ শত টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগে বলা হয়, ওই অর্থ দিয়ে আশা আক্তার জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করেছেন। তবে এই বিপুল অর্থ তিনি কোথা থেকে এবং কীভাবে পেলেন—তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাদীসহ স্থানীয় সেতাবগঞ্জ পৌরবাসী। একই সঙ্গে এলাকাবাসী জানতে চাচ্ছেন, তার ‘খুঁটির জোর’ কোথায়। জালগাঁও এলাকার স্থানীয় সূত্রে জানা গেছে, আশা আক্তার ৮ ‘স্বামী পরিত্যাক্তা’ হিসেবে বিভিন্ন সংসারে গিয়ে সেখানকার ঘর থেকে নগদ টাকা ও সোনা-গহনা হাতের কাছে যা পেয়েছেন, তা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। এছাড়াও স্থানীয় সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে ওই স্থানে ইট দিয়ে ভিট নির্মাণ করা হয় এবং সর্বশেষ গত ৩–৪ দিনের মধ্যে মোটা টিন দিয়ে একটি বাড়ি নির্মাণ করা হয়েছে। হঠাৎ করে এই নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। মামলায় অভিযুক্ত আসামিদের নাম ও পরিচয় নিম্নরূপ— ১) মোঃ লাইছুর রহমান, পিতা: মৃত মফির উদ্দিন ২) মোঃ দেলোয়ার হোসেন, পিতা: মৃত হামিদুল (মমিন) ৩) নয়ন মিয়া, পিতা: লাইছুর রহমান ৪) মোছাঃ রাশিদা বেগম, স্বামী: দেলোয়ার হোসেন ৫) মোছাঃ লিপি বেগম, স্বামী: লাইছুর রহমান ৬) আশরাফুল ইসলাম, পিতা: আব্দুস সামাদ বর্তমান ঠিকানা: পুরাতন গুচ্ছগ্রাম আবাসন, ১ ইউপি নাফানগর, বড় সুলতানপুর, বোচাগঞ্জ স্থায়ী ঠিকানা: জালগাঁও, ৩ নং মুর্শিদাহাট, বোচাগঞ্জ ৭) মোঃ শাহ আলম, বসবাসকারী: টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন এলাকা (সম্পৃক্ততার অভিযোগ) বাদী আঃ মজিদ খানসহ বোচাগঞ্জ উপজেলার সচেতন নাগরিকরা উপরোক্ত বিষয়ে সরজমিনে গিয়ে সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য স্থানীয় পুলিশ প্রশাসন এবং সুযোগ্য পুলিশ সুপারের নিকট জোর দাবি জানিয়েছেন। তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলা নং পি ১২৪/২৬ হিসেবে রেকর্ডভুক্ত হয়েছে এবং বোচাগঞ্জ সমাজসেবা কার্যালয়ের বরাবর এ বিষয়ে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

 

 

Walang nakitang komento


News Card Generator