খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে এক মাদক ডিলারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ১নং নাফানগর ইউনিয়নের টেনা গ্রামের বাসিন্দা মোঃ জোবাইদুর রহমানের পুত্র মোঃ ফাহিম হোসেন (২৫)। ঘটনাটি ঘটে গত ১৪ ডিসেম্বর (রবিবার)। এর আগে গত ১৩ ডিসেম্বর (শনিবার) দিবাগত রাতে নাফানগর ইউনিয়নের শিমুলতলী এলাকায় এক ব্যক্তি প্রকাশ্যে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান-এর নির্দেশে এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ফাহিম হোসেনকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৬ পিস টাপেন্টা ডল ট্যাবলেট উদ্ধার করা হয়।পরদিন সকালে আটককৃত আসামিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান-এর নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ফাহিম হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে আরও কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।



















