close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বোয়ালমারীতে শ্রমিক দিবস উপলক্ষে ভ্যানযোগে অভিনব মিছিল

News Desk  avatar   
News Desk
মুহাম্মদ ইমরান, জেলা প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভিন্নধর্মী আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বৃহস্পতিবার (১ মে) উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে ভ্যানযোগে এক অভিনব মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বোয়ালমারী চৌরাস্তায় আলোচনা সভায় পরিণত হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা। তিনি বলেন, “শ্রমিকদের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।”

 

সভায় অন্যান্য বক্তারাও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং একটি শ্রমিকবান্ধব সরকার গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বোয়ালমারী উপজেলা সভাপতি মো. নাছির আহমেদ, পৌর সভাপতি অধ্যাপক আব্দুস সালাম সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় শ্রমিকরা। দিবসটি উপলক্ষে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী কর্মসূচি স্থানীয়ভাবে দৃষ্টি আকর্ষণ করে।

No se encontraron comentarios


News Card Generator