close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বোয়ালমারীতে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

মোহাম্মাদ ইমরান মোল্যা avatar   
মোহাম্মাদ ইমরান মোল্যা
মোহাম্মাদ ইমরান, ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কাব কার্নিভাল ২০২৫’। সোমবার (২৩ জুন) বোয়ালমারী জর্জ একাডেমি স্কুল প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। তিনি বলেন, “স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম ও নেতৃত্ব গুণ বিকাশ ঘটে। আজকের শিশুরাই আগামী দিনের সুনাগরিক হয়ে গড়ে উঠবে—এই প্রত্যাশা আমাদের সকলের।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা এবং বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট শিক্ষকগণ। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা কাব স্কাউটের বিভিন্ন কার্যক্রম, কুচকাওয়াজ, শারীরিক কসরত ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

 

স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো সম্ভব—এমন মন্তব্য করে আয়োজকরা জানান, এই ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ বৃহৎ পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। জাগ্রত করতে ভূমিকা রাখে।

Aucun commentaire trouvé