close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বোয়ালমারীতে জ্বালানি তেলে কারচুপির দায়ে স্বাধীন ফিলিং স্টেশন সিলগালা..

ফরিদপুর ডেস্ক avatar   
ফরিদপুর ডেস্ক
মোল্যা মুহাম্মদ ইমরান, ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারীতে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে ‘মেসার্স স্বাধীন ফিলিং স্টেশন’ সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (২৯ এপ্রিল) ফরিদপুর জেলার একটি সার্ভিল্যান্স স্কোয়াড এ অভিযান পরিচালনা করে।

 

বোয়ালমারী পৌর এলাকার কামারগ্রামে অবস্থিত এই ফিলিং স্টেশনটি সদানন্দ দাসের মালিকানাধীন। বিএসটিআই’র নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুরের উপপরিচালক মো. কামাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানিক দল জানায়, প্রতি ১০ লিটার পেট্রোলে ২২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার অকটেনে ৮০০ মিলিলিটার করে তেল কম সরবরাহ করছিল প্রতিষ্ঠানটি। ডিজেল সরবরাহেও অনিয়ম ধরা পড়ে। এসব প্রমাণের ভিত্তিতে ফিলিং স্টেশনটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।

 

অভিযানে বিএসটিআই-এর সহকারী পরিচালক (সিএম) শশী কান্ত দাস, পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) এস. এম. সোহরাব হোসেন উপস্থিত ছিলেন। বিএসটিআই ফরিদপুরের উপপরিচালক মো. কামাল হোসেন বলেন, “ভোক্তাদের অধিকার রক্ষায় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

 

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীন ফিলিং স্টেশন পূর্বেও একাধিকবার একই ধরনের অনিয়মে জরিমানা ও সিলগালার মুখে পড়েছে। এতে করে সাধারণ ভোক্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

לא נמצאו הערות