close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বোয়ালমারীতে চিকিৎসার খরচ জোগাতে না পেরে বৃদ্ধের আ'ত্ম হ ত্যা....

ফরিদপুর ডেস্ক avatar   
ফরিদপুর ডেস্ক
মুহাম্মদ ইমরান, জেলা প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না গ্রামে চিকিৎসার খরচ জোগাড় করতে না পারায় মফিজুর রহমান (৬০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৫ মে) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে তিনি গলায় ফাঁস দেন।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মফিজুর রহমান দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য প্রায় দুই লাখ টাকার প্রয়োজন হলেও তিনি অর্থের সংস্থান করতে পারেননি। হতাশাগ্রস্ত হয়ে আজ সকালে তিনি আত্মহননের পথ বেছে নেন। 

তারা আরও জানান, মফিজুর একজন সৎ ও নিরীহ মানুষ ছিলেন। অভাব-অনটনের সঙ্গে দীর্ঘদিন লড়াই করছিলেন তিনি।

 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ হিসেবে আর্থিক সংকটের বিষয়টি জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।"

 

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই মনে করছেন, দরিদ্র ও অসহায়দের জন্য আরও কার্যকর সরকারি সহায়তা ব্যবস্থা থাকলে এ ধরনের হৃদয়বিদারক ঘটনা এড়ানো যেত।

No se encontraron comentarios