close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বোয়ালমারীতে ৫৫ বছরের প্রতিবেশীর ধর্ষণে ১১ বছরের শিশুর গর্ভধারণ....

ফরিদপুর ডেস্ক avatar   
ফরিদপুর ডেস্ক
মুহাম্মদ ইমরান, ফরিদপুর জেলা সংবাদ দাতা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামে এক মর্মান্তিক ঘটনায় ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়ে তিন মাসের গর্ভবতী হয়েছে। অভিযুক্ত ৫৫ বছর বয়সী মুকুল শেখ, যিনি দুই স্ত্রী ও পাঁচ সন্তানের জনক।  

 

মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভাবের কারণে তার মা কয়েক বছর আগে বিদেশে পাড়ি জমান। বাবা ও তিন বোন নিয়ে তাদের সংসার চলছিল। বাবার কর্মব্যস্ততার সুযোগ নিয়ে মুকুল শেখ মেয়েটির পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। প্রায় তিন মাস আগে তাকে বাড়ির পাশের মেহগনি বাগানে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি গোপন রাখতে তাকে প্রলোভন দেখানো হয়।  

 

সম্প্রতি মেয়েটির পেটে ব্যথা, বমি ও রক্তক্ষরণ শুরু হলে পরীক্ষায় তার গর্ভধারণ ধরা পড়ে। আর্থিক সংকটের কারণে তাকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে বাড়িতে পল্লী চিকিৎসক ও কবিরাজের শরণাপন্ন হতে হচ্ছে।  

 

মেয়েটির বাবা আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললেও স্থানীয় গণ্যমান্যদের সালিশের আশ্বাসে তা স্থগিত রয়েছে। তিনি বলেন,"মুকুল শেখ আমার মেয়ের জীবন ধ্বংস করেছে, এর শাস্তি ফাঁসি হওয়া উচিত।"

 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে কোনো অভিযোগ পাওয়া মাত্রই আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator