চট্টগ্রাম ও সিলেট বিভাগের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪ জেলায় খাদ্য মন্ত্রণালয় সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সরবরাহ করবে। সেপ্টেম্বর থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত মোট ১৪ হাজার ৪৯০ মে.টন চাল ও আটা বিক্রি হবে। প্রতিদিন ২৩০ টন চাল ও আটা বিক্রি করা হবে। প্রতি কেজি চাল ৩০ টাকা, আটা ২৪ টাকা এবং ২ কেজির প্যাকেট আটা ৫৫ টাকা। খাদ্য মন্ত্রণালয় বন্যা দুর্গত এলাকায় ৯০ কোটি ৬৮ লাখ টাকা ভর্তুকি দেবে। সারাদেশে ৯১২ কেন্দ্রে ওএমএস কার্যক্রম চলছে, ঢাকায় ১৯১ কেন্দ্র।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			