close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বন্দরে স্পটে কর নির্ধারণ কার্যক্রম এক দিনে সংগ্রহ দুই লাখ ৩০ হাজার টাকার রাজস্ব..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: করজাল বিস্তৃত করার লক্ষ্যে নতুন করে স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।..

 এরই ধারাবাহিকতায় কর অঞ্চল নারায়ণগঞ্জে শুরু হয়েছে স্পটে কর নির্ধারণ কার্যক্রম। সোমবার বন্দর উপজেলার মদনপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ড বন্দর বাজার এলাকায় এই কার্যক্রম গ্রহণ করা হয়।

নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার মুহাম্মদ আমিনুর রহমান, অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম, যুগ্ম কর কমিশনার মোঃ সাইফুর রহমান রাসেল, অতিরিক্ত সহকারি কর কমিশনার মিজানূর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠিত কার্যক্রমে শতাধিক সেবা গ্রহিতা আয়কর কর প্রদান, রিটার্ণ দাখিল ও টিআইএন সনদ গ্রহণ করেন। এ দিন প্রায় দুই লাখ ৩০ হাজার টাকার রাজস্ব আহরণ করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

কর কমিশনার মুহাম্মদ আমিনুর রহমান জানান, কর প্রদান ব্যবস্থাকে সহজ করে করদাতার দোরগোড়ায় পৌঁছে দিয়ে কর জাল সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড সারা দেশে নতুনভাবে স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম শুরু করেছে।

যে সব করদাতার করযোগ্য আয় এবং রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে, অথচ আয়কর রিটার্ন দাখিল করছেন না, তাদের ব্যবসাস্থলে উপস্থিত হয়ে সরাসরি সেবা প্রদান করে সহজে রিটার্ন গ্রহণ করা হয়।

তিনি জানান,স্পট অ্যাসেসমেন্ট ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ জনগণের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি এবং কর প্রদানের সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখতে শুরু করেছে।

Nessun commento trovato