close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বন্ধুর বন্ধন'র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

Monsur Alam avatar   
Monsur Alam
বন্ধুর বন্ধন'র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

দেশের অন্যতম সেরা সামাজিক ও সমবায়ী সংগঠন বন্ধুর বন্ধন বাংলাদেশের পারিবারিক মিলনমেলা ও তিনদিনের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বগুড়ায় দেশের উত্তরাঞ্চলে ফাইভ স্টার হোটেল মম ইন পার্ক ও রিসোর্টে উৎসব মুখর পরিবেশে এ আনন্দ ড্রমণ অনুষ্ঠিত হয়। এতে বন্ধুর বন্ধন বাংলাদেশ এর সদস্য,তাদের পরিবারের সদস্য ও সাংবাদিকসহ প্রায় দুই শতাধিক মানুষ দারুণ আনন্দ উপভোগের পাশাপাশি নানা আয়োজনে অংশ নিয়ে উৎসবে মেতে উঠেন। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বনভোজনের সমাপনী অনুষ্ঠানে আগামী ২০ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালনসহ আগামী দিনের নানা কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন বন্ধুর বন্ধন বাংলাদেশের প্রধান সংগঠক ও পৃষ্ঠপোষক নাজমুল করিম ভূঞা সুমন।

‎বন্ধুর বন্ধন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি জি এম তাজ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহের উদ্দিন এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনীর প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বন্ধুর বন্ধনের সংগঠক নুরুল আফসার মজুমদার টিটু, কাজী একে আজাদ মিলন, আনিসুর রহমান, সেফায়েত উল্যাহ, সংগঠনের পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম ফটিক, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইলিয়াস পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনোয়ারুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম, দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল আলম শাহজাহান, সোনাগাজী উপজেলা কমিটির সভাপতি আলা উদ্দিন খোন্দকার, সাধারণ সম্পাদক জসিম খান, দাগনভূঞার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পরশুরাম উপজেলার সাধারণ সম্পাদক কাজী ইয়াছিনসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, কার্যকরী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা।

‎জানা গেছে, তিনদিনের বার্ষিক আনন্দ ভ্রমণে ১৭ ডিসেম্বর রাত ১২টার দিকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ডি রয়েল স্যালমন থেকে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে বন্ধু ও বন্ধুদের পরিবারের সদস্যরা বগুড়ার নির্ধারিত ভেন্যুতে এসে মিলিত হয়। ১৯ ডিসেম্বর দুপুর ১২টার দিকে বগুড়ার পাঁচ তারকা হোটেল এন্ড রিসোর্ট মম ইন থেকে বন্ধুর বন্ধুন ফেনীর বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা নিজ গন্তব্যে এসে আনন্দ ভ্রমণ সমাপ্তি হয়। শেষ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ স্থানীয় জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায়  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বন্ধুর বন্ধন বাংলাদেশ এর বন্ধুদের সহধর্মিণী ও সন্তানদের অংশ গ্রহণে আলাদা জমজমাট পিলো পাসিং প্রতিযোগিতা এবং বন্ধুদের নিয়ে ফুটবল প্রতিযোগীতা ও বন্ধুদের ছেলে ও মেয়ের বয়স অনুযায়ী পৃথক দৌঁড় প্রতিযোগিতা এবং রাতে মম ইন পার্ক এন্ড রিসোর্টের হল রুমে র‌্যাফেল ড্র শেষে পুরুষ্কার বিতরনের মধ্য দিয়ে সুন্দর এই আয়োজনের সমাপ্তি হলো।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator