close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বন্দর প্রেসক্লাবে নেতৃত্বে নতুন সূর্যোদয়! দায়িত্ব নিলেন আতাউর-জাহিদ, শুরু নতুন যাত্রা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাব পেল নতুন নেতৃত্ব। প্রেসক্লাবের সভাপতি হলেন আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ। দায়িত্ব হস্তান্তরের অনুষ্ঠানে মিলেছিলো নতুন-পুরাতনের মিলনমেলা।..

নারায়ণগঞ্জ জেলার গণমাধ্যম অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ সংগঠন বন্দর প্রেসক্লাব-এ অনুষ্ঠিত হলো নতুন নেতৃত্বের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। এক অনাড়ম্বর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে বিদায়ী নেতৃত্বের কাছ থেকে দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

শনিবার, ৫ জুলাই দুপুর ১২টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি (ভারপ্রাপ্ত) মো: মামুন মিয়া (আজকালের খবর)। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচনা হয় এ গৌরবময় দায়িত্ব হস্তান্তরের। এরপর শুভেচ্ছা বক্তব্য ও স্মৃতিচারণা পর্বে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী (নয়া দিগন্ত) তার অভিজ্ঞতা ও প্রেসক্লাবের উন্নয়নে বিগত দিনে গৃহীত কার্যক্রমের কথা তুলে ধরেন। এরপর প্রেসক্লাবের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান (বিটিভি ও যুগান্তর) এবং সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের (ঢাকা প্রতিদিন ও আই নিউজ) হাতে।

নবনির্বাচিত কমিটির মধ্যে ছিলেন সহ-সভাপতি মো: মামুন মিয়া (আজকালের খবর) ও দীন ইসলাম দীপু (দৈনিক অগ্রবাণী), সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব (সমকাল) ও সবুজ মাহমুদ (একাত্তর টিভি), অর্থ সম্পাদক লতিফ রানা (দৈনিক যুগের চিন্তা), সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজামাল (দৈনিক ডান্ডিবার্তা), তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন (দৈনিক অগ্রবাণী প্রতিদিন), ক্রীড়া সম্পাদক টুটুল প্রিন্স (নিউজ টুয়েন্টিফোর টিভি), দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন (দৈনিক ইয়াদ) এবং নির্বাহী সদস্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জিএম মাসুদ, সাবেক সহ-সভাপতি কবির হোসেন, সাবেক সহ-সভাপতি জি এম মজনু, সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান মৃধা, সদস্য কাজী সাইদুল ইসলাম ও মামুনুর রহমান মামুন।

নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান তার বক্তব্যে বলেন, “আমরা বন্দর প্রেসক্লাবকে আধুনিক ও কার্যকর সংগঠনে রূপ দিতে প্রতিজ্ঞাবদ্ধ। সকল সদস্যকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। মিডিয়ার স্বাধীনতা, সদস্যদের অধিকার ও পেশাদারিত্ব রক্ষায় কোনো আপোষ করা হবে না।”

সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ বলেন, “এই দায়িত্ব শুধু সম্মান নয়, একটি বিশাল দায়িত্বও বটে। আমি আশাবাদী—সকলের সহযোগিতা পেলে বন্দর প্রেসক্লাব হবে দেশের একটি মডেল প্রেসক্লাব।”

দায়িত্ব হস্তান্তর শেষে একটি ছোট মিষ্টি মুখ পর্ব এবং গ্রুপ ছবি তোলা হয়, যা মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখে।

এই আয়োজনের মাধ্যমে বন্দর প্রেসক্লাবে নেতৃত্বের নতুন অধ্যায় সূচিত হলো, যা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে (২০২৫-২০২৭ মেয়াদে)। নতুন নেতৃত্বের হাত ধরে বন্দর প্রেসক্লাব তার গৌরবময় পথচলায় এগিয়ে যাবে বলেই প্রত্যাশা সবার।

Không có bình luận nào được tìm thấy