বৃহত্তর চট্টগ্রামের দক্ষিণ জেলার প্রাচীন মহকুমার শহর পটিয়া উপজেলা। এই প্রাচীন উপজেলার ১৬নং কচুয়াই ইউনিয়নে রয়েছে এক ঐতিহ্যবাহী বাজার। যাঁর নাম করণ হয়েছে সূফী দরবেশের নামে (অলির হাট বাজার)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঐতিহ্যবাহী এই হাটে প্রতি বছরের মতো এই বছরো বসেছে এক বিশাল গরু, মহিষ ও ছাগলের বাজার। বিভিন্ন দামের কুরবানির উপযোগী পশু উঠেছে। দাম আগের বছরের চেয়ে কম হওয়ায় ক্রেতা বেড়েছে। এবছর ভারত সহ বিদেশি গরু না আশায় দেশি গরুর চাহিদা ব্যাপক পরিমাণ রয়েছে। এতে দেশি গরুর খামারিরা খুশি।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Không có bình luận nào được tìm thấy