অভিযানে জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন সাধুপাড়া ইউপির খানপাড়া সাকিনস্থ জনৈক নুর বাহাদুর খান এর বাড়ির পলিথিনের ছাপড়ার পূর্বপাশের ফাঁকা জায়গায় হইতে ০১(এক) কেজি গাঁজা সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন গাজীপুর জেলার পুবাইল থানার মৃত আকবর আলীর ছেলে মোঃ ফিরোজ(৩২) এবং শেরপুর জেলার শ্রীবরদী থানার বীর মুক্তিযোদ্ধা জহরুল ইসলামের ছেলে মোঃ শাহিন(৩২)। জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি- ১) এর অফিসার ইনচার্জ নাজমুস সাকিব বলেন আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জামালপুর জেলা পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, বলেন, মাদক নির্মূলে জামালপুর জেলা পুলিশ অবিচল প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জনগণের নিরাপত্তা ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
कोई टिप्पणी नहीं मिली



















