close
লাইক দিন পয়েন্ট জিতুন!
জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "শুধু ব্যক্তিগত লাভ নয়; ব্যবসা হতে হবে জনস্বার্থে।" বৃহস্পতিবার (২ জানুয়ারি) সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ড. ইউনূস বলেন, "ব্যক্তির ক্ষমতা কখনো কখনো সরকারের চেয়েও বেশি কার্যকর হতে পারে। মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব।" তিনি আরও বলেন, "সমাজসেবা শুধু কোনো নির্দিষ্ট মন্ত্রণালয়ের কাজ নয়। এটি প্রতিটি মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে এ বিষয়ে সচেতন করা।"
তিনি সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে বলেন, "সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা করা সম্ভব। এতে শুধু ব্যক্তিগত লাভ নয়, বৃহত্তর কল্যাণ নিশ্চিত হয়।"
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী প্রতিনিধিও বক্তব্য রাখেন।
সমাজসেবা অধিদপ্তরের প্রশংসনীয় উদ্যোগ
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা জানান, বর্তমানে দেশের ১ কোটি ২৬ লাখ ৩৯ হাজার ৮৬৬ ব্যক্তি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সেবা পাচ্ছেন। তিনি বলেন, "তথ্যপ্রযুক্তির সহায়তায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা জিটুপি পদ্ধতিতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংকের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে এ কর্মসূচি খাতে ১০ হাজার ৫৫৯ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।"
প্রধান উপদেষ্টা আরও বলেন, "সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর দেশের দারিদ্র্য, প্রবীণ, সুবিধাবঞ্চিত শিশু, বিধবা ও গুরুতর অসুস্থ রোগীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। সীমিত জনবল ও সম্পদ নিয়ে ৫৪টি জনহিতকর কর্মসূচি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করছে তারা।"
তিনি হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের প্রশংসা করে বলেন, "এই কার্যক্রমের মাধ্যমে প্রতিবছর লাখ লাখ মানুষ চিকিৎসাসেবা ও সহায়তা পাচ্ছে।"
ড. ইউনূসের বক্তব্যে সামাজিক ব্যবসা ও জনস্বার্থে কাজ করার গুরুত্ব ফুটে উঠেছে, যা দেশের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
No comments found



















