close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জাতীয় দলে সাবেক অধিনায়ক, এবার দেশের ক্রিকেট প্রশাসনের শীর্ষ আসনে! বিসিবির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল—রাজনৈতিক পালাবদলের ছায়া এবার ক্রিকেট বোর্ডেও!..

বিসিবির শীর্ষ পদে রদবদল: নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক অঙ্গনে আবারও বড়সড় পরিবর্তন ঘটেছে। বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তাঁর এই দায়িত্ব পাওয়া শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা ছিল, কারণ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ইতিমধ্যে তাঁকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন দিয়ে রেখেছিল। ফলে সভাপতি হওয়ার পথ প্রায় নিশ্চিন্ত ছিল এই অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্বের জন্য।

শুক্রবার বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি পরিচালকদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে একই সভায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

এই রদবদল নতুন কোনো ঘটনা নয়। গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিসিবির সভাপতির পদে আসীন হয়েছিলেন ফারুক আহমেদ। অনেকেই ভেবেছিলেন, তাঁর অধীনে বোর্ডে স্থিতিশীলতা ফিরে আসবে। কিন্তু সময় যত গড়িয়েছে, ভেতরে ভেতরে বেড়েছে দ্বন্দ্ব। এর পরিণতিতে মাত্র এক বছরের ব্যবধানে আবারও পদত্যাগ ও নতুন নিয়োগের মধ্য দিয়ে বড়সড় পরিবর্তন দেখা গেল ক্রিকেট বোর্ডে।

গতকাল বৃহস্পতিবার রাতে বিসিবির ৮ পরিচালক একযোগে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানান। এই অনাস্থা জানানোর কিছুক্ষণের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন বাতিল করে। একইসঙ্গে নতুন কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুলকে। ফলে তাঁর সভাপতি হওয়ার আনুষ্ঠানিকতা ছিল কেবল সময়ের ব্যাপার মাত্র।

এনএসসির এমন সিদ্ধান্তে বোঝা যায়, দেশের ক্রীড়া প্রশাসনেও রাজনৈতিক প্রভাব ও শক্তির প্রভাব স্পষ্ট। অনেক বিশ্লেষক মনে করছেন, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ এখন নির্ভর করছে প্রশাসনের এই নতুন নেতৃত্ব কতটা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারে তার ওপর।

এদিকে ক্রিকেটপ্রেমীদের অনেকেই আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি হিসেবে পেয়ে আশাবাদী। কারণ, একজন সাবেক ক্রিকেটার হিসেবে তিনি বোর্ডের বাস্তবতা ও মাঠের চ্যালেঞ্জ—দুইয়ের সঙ্গেই পরিচিত। তাঁকে ঘিরে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া।

তবে চ্যালেঞ্জও কম নয়। জাতীয় দলের পারফরম্যান্স, ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন, তরুণ প্রতিভা খুঁজে বের করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা—এই প্রতিটি ক্ষেত্রে নতুন সভাপতির দায়িত্ব এখন অনেক বেশি। বিসিবির অভ্যন্তরীণ বিভাজন ও রাজনৈতিক চাপ সামাল দিয়ে একটি পেশাদার ও সুশৃঙ্খল বোর্ড গড়ে তোলা তাঁর জন্য বড় পরীক্ষাই হবে।

সামনের দিনগুলোতে বোর্ড কিভাবে পরিচালিত হয়, এবং ক্রিকেটারদের স্বার্থে কী পদক্ষেপ নেওয়া হয়—তা দেখার অপেক্ষায় এখন গোটা ক্রিকেটবিশ্ব।

No comments found


News Card Generator