টিকিট কনফার্ম হয়েছে দেশের বাহিরে তাইতো খেলোয়াড়দের অপেক্ষা ছিলো দেশের মাটিতে উদযাপন করার। দেশটির জনগণও অপেক্ষায় ছিল খেলোয়াড়দের রাজকীয়ভাবে বরণ করে নেওয়ার। তাশখন্দের মিল্লি স্টেডিয়য়ামে কাতারকে ৩–০ গোলে হারিয়ে সেই উদযাপন সেরেছে উজবেকরা।
বাছাইপর্বে ভালো খেলে দারুণ উপহারও পেয়েছে উজবেক খেলোয়াড়রা। দলকে বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যাওয়ার কারণে দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ পূর্বঘোষণা অনুযায়ী প্রত্যেক খেলোয়াড়কে উপহার দিয়েছেন একটি করে নতুন গাড়ি।
এমনকি উপহার দেওয়া সেই গাড়িগুলো গতকাল মাঠে এনে সারিবদ্ধভাবে সাজিয়েও রাখা হয়।বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পরই চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির নির্মিত চ্যাম্পিয়ন গাড়ি উপহার দেওয়ার বিষয়টি ঘোষণা করেন প্রেসিডেন্ট শাভকাত। উদযাপনের মধ্যেই প্রতিটি খেলোয়াড়দের নিজস্ব ভাবে গাড়ি বুঝিয়ে দেওয়া হয়।



















