close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিশ্বকাপ মূল পর্বের টিকিট নিশ্চিত করলো ব্রাজিল

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির অভিষেক হয়েছিল একটি ড্র দিয়ে। তাই দ্বিতীয় ম্যাচে জয় ছিল তার জন্য অত্যন্ত জরুরি।..

অবশেষে সেই প্রত্যাশিত জয়টা পেলেন তিনি—নিজেদের ঘরের মাঠে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ব্রাজিল।

বুধবার, সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় বিশ্বকাপ বাছাইপর্বে একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে কুনিয়ার পাস থেকে জালের দেখা পান রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার।

ম্যাচজুড়েই ছিল ব্রাজিলের একচ্ছত্র আধিপত্য। ৭৩ শতাংশ বল নিজেদের দখলে রাখে তারা, নেয় ১১টি শট, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে, প্যারাগুয়ে নেয় মাত্র ৫টি শট, যার একটিই ছিল অন টার্গেট। ব্রাজিলের ধারাবাহিক আক্রমণে প্রায় পুরো ম্যাচজুড়েই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে বাধ্য হয় প্যারাগুয়ে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি কমায়নি ব্রাজিল, তবে আর কোনো গোল আসেনি। ম্যাচের ৭৮ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন একমাত্র গোলদাতা ভিনিসিয়াস, তার পরিবর্তে নামেন রিচার্লিসন। এই ইনজুরি নিয়ে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে আনচেলত্তির শিবিরে।

এই জয়ের মাধ্যমে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। বাছাইপর্ব থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে, ফলে বাকি ম্যাচগুলোতে হারলেও সেলেসাওদের বিশ্বকাপ খেলতে কোনো বাধা নেই।

বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।

कोई टिप्पणी नहीं मिली