close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিশ্ব ইজতেমার পর্দা উঠছে শুক্রবার, তুরাগপাড়ে মুসল্লিদের ঢল!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হবে ইসলামের অন্যতম বৃহৎ এই সম্মিলন
টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হবে ইসলামের অন্যতম বৃহৎ এই সম্মিলন। ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। এবারের ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ী নেজামের অধীনে দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি, চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিটি পর্বের শেষ দিন আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। প্রথম পর্বে ৪১টি জেলার অংশগ্রহণ প্রথম পর্বে অংশ নেবে ঢাকার একাংশসহ মোট ৪১টি জেলা। গাজীপুর, টঙ্গী, ধামরাই, গাইবান্ধা, মিরপুর, নাটোর, মৌলভীবাজার, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, খুলনা, কুমিল্লা, ঝিনাইদহ, কুড়িগ্রাম, পঞ্চগড়, ফরিদপুরসহ অন্যান্য জেলার মুসল্লিরা ইতোমধ্যেই ইজতেমা ময়দানে সমবেত হতে শুরু করেছেন। মাঠজুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের মিলনমেলা বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, "তাবলিগের মেহনত দ্বীনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এর ধারক-বাহক হচ্ছেন ওলামায়ে কেরাম। দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা উলামাদের তত্ত্বাবধানে থেকেই এই মেহনত পরিচালনা করতে চান। তবে মুসল্লির সংখ্যা এতটাই বেশি যে, টঙ্গীর ১৬০ একর বিশাল ময়দানে স্থান সংকুলান করাটাই কঠিন হয়ে পড়ে।" বিশ্ব ইজতেমার গুরুত্ব ও প্রভাব প্রতি বছর বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লি অংশগ্রহণ করেন। এখানে আল্লাহর স্মরণ, কুরআন ও হাদিসের আলোকে জীবন গঠনের শিক্ষা দেওয়া হয়। ইসলামের দাওয়াতি কাজ ছড়িয়ে দিতে দেশ-বিদেশ থেকে আসা মেহমানরা তাবলিগের মেহনত নিয়ে আলোচনা করেন। বিশ্ব ইজতেমা শুধু বাংলাদেশ নয়, সমগ্র মুসলিম উম্মাহর জন্য একটি বড় আয়োজন। আগামী শুক্রবার ফজরের নামাজের পর শুরু হতে যাওয়া এই মহাসম্মিলনে লাখো মুসল্লির আগমনে তুরাগপাড় আবারও হয়ে উঠবে ঈমানি চেতনায় মুখরিত এক আধ্যাত্মিক মিলনমেলা।
No comments found