বিরোধীরাও জানে বিএনপি ক্ষমতায় যাচ্ছে , জাহেদ উর রহমান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
টক শোতে জাহেদ উর রহমান বলেন, বিএনপি ক্ষমতায় যাচ্ছে—এটা বিরোধীরাও জানে। তিনি বলেন, বড় রাজনৈতিক সংস্কারে বিএনপির ভূমিকা অনেক ইতিবাচক।..

আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসছে—এটা শুধু তাদের সমর্থকরাই নয়, বিরোধীরাও এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন। এমনটাই জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের জনপ্রিয় টক শোতে অংশগ্রহণ করে তিনি দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, সম্ভাব্য ক্ষমতার রদবদল এবং দলের অভ্যন্তরীণ সংস্কার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, “বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল (বিএনপি) এখন বলছে, তারা মেনে নিচ্ছে—একজন প্রধানমন্ত্রী টানা ১০ বছরের বেশি থাকবেন না। এটা এক বিশাল রাজনৈতিক প্রতিশ্রুতি।”

তিনি আরও বলেন, “সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ—যেটি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে—সেখানে বিএনপি প্রাথমিকভাবে ভিন্ন অবস্থানে থাকলেও পরে যেভাবে আমরা সংস্কার চেয়েছি, বিএনপি মোটামুটি সেভাবেই তা মেনে নিয়েছে।”

টক শোতে বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও আলোচনা হয়। সেখানে জাহেদ উর রহমান বলেন, “বিএনপি শতভাগ বিচারিক স্বাধীনতার (জুডিশিয়ারি সেফারেশন) সঙ্গে একমত হয়েছে। এটিই সম্ভবত দেশের ইতিহাসে সবচেয়ে বড় সংস্কারগুলোর একটি। অথচ এই বিষয়টা নিয়ে দেশে তেমন কোনো আলোচনা নেই।”

তিনি প্রশ্ন তুলে বলেন, “একটি দল যখন এমন বৃহৎ রূপান্তর মানছে, সেটি কেউ দেখে না। অথচ তারা কী মানছে না, তা নিয়ে হইচই—এটাই কেন?”

এ সময় তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, “কোনো রাজনৈতিক দলের সংস্কারের সব বিষয় মানতেই হবে—এটা তো কোথাও বলা নেই। বরং একটি দলের অধিকার আছে—কিছু বিষয়ে দ্বিমত করার।”

তিনি প্রশ্ন ছুড়ে বলেন, “এই বিষয়গুলো কি আমরা যথাযথভাবে বুঝে দেখছি? নাকি শুধু বিএনপি কী মানছে না, সেটি নিয়েই বেশি চিন্তিত?”

জাহেদ উর রহমানের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক বিশ্লেষক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি কেবল রাজনৈতিক ভবিষ্যদ্বাণী নয়, বরং বাংলাদেশের রাজনীতির একটি বাস্তবচিত্র তুলে ধরছে।

একজন জ্যেষ্ঠ অধ্যাপক বলেন, বিএনপি যদি বাস্তবিকই এই সংস্কারগুলো মানে এবং জনমতের ঢেউও তাদের দিকে যায়—তাহলে তা বিরোধীরাও স্বীকার করতে বাধ্য যে, তারা হয়তো আবারও ক্ষমতায় ফিরে আসছে।

জাহেদ উর রহমান তার আলোচনার শেষে বলেন, “আমরা যখন কোনো রাজনৈতিক দলকে মূল্যায়ন করি, তখন কেবল তাদের ভুল নয়, তাদের ইতিবাচক পদক্ষেপগুলোও বিবেচনায় আনা জরুরি। বিএনপি আজ যেসব সংস্কারে সায় দিচ্ছে—তা একসময় ছিল অকল্পনীয়

No comments found


News Card Generator