বিরলে ২৪২ বোতল ফেন্সিডিল সদৃশ সিরাপ উদ্ধার

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বিরল উপজেলায় সচেতন যুবকদের নিয়ে গঠিত মাদক নির্মূল কমিটির উদ্যোগে ২৪২ বোতল ফেন্সিডিল সদৃশ উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ৮ নং ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর-ধর্মজৈন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদের কাছে হস্তান্তর করা হয়। পরে তা থানায় জমা দেওয়া হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ জানান, মোট ২৪২ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়েছে, যা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূল কমিটির সভাপতি মানিক মিয়া বলেন, সকালে পূণর্ভবা নদীর পশ্চিমপাড়ে সুন্দরা থেকে বনগাঁও যাওয়ার পথে ঘন কুয়াশার মধ্যে একটি অটোরিকশায় সন্দেহজনকভাবে প্যাকেট তুলতে দেখা যায়। টের পেয়ে মাদককারবারীরা দ্রুত পালিয়ে যায় এবং প্লাস্টিকে মোড়ানো ১০টি প্যাকেট ফেলে রেখে যায়। তিনি আরও জানান, এই এলাকায় দীর্ঘদিন ধরেই মাদককারবার বেড়েছে। মাদক মামলার আসামি কবীর জেল থেকে বের হয়ে আবারও একই কাজ শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি। মাদককারবারীদের চিহ্নিত করে আটক করতে প্রয়োজনে মোবাইল ট্র্যাকিংসহ কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এসময় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

 

 

 

Walang nakitang komento


News Card Generator