বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Md Robiul avatar   
Md Robiul
বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মোবাশ্বের ইসলাম নামে ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ জুন -২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের শাখা..

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মোবাশ্বের ইসলাম নামে ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

‎রবিবার (৩০ জুন -২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের শাখারিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎মৃত শিশু হলেন – ওই এলাকার মোতালেব এর শিশু পুত্র ।

‎স্থানীয় সূত্রে জানা গেছে ,রবিবার দুপুরে শিশু মোবাশ্বের নিখোঁজ হয়। বাড়ীর লোকজন অনেক খোঁজাখুঁজি পর বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ীর পার্শ্বে পুকুরে পানিতে ডুবন্ত অবস্থা শিশুর মৃতদেহটি উদ্ধার করেন স্থানীয় ও পরিবারের লোকজন।

‎শিশুর মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে শিবরামপুর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক জানান, মুরারীপুর শাখারীয়া পাড়ায় অসাবধানতার করণে পুকুরের পানিতে ডুবে মোবাশ্বের নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

‎সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে শিশুটি মৃতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

‎বীরগঞ্জ থানার এসআই সুমন দেবনাথ জানান, শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিবারের লোকজনের কোনো অভিযোগ নাই তবে শিশুর বাবা-মা ঢাকায় গার্মেন্টসে কর্মরত থাকায় লাশ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Aucun commentaire trouvé