close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বীরগঞ্জে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বাশুড়ী নিহত  আহত২, ঘাতক আটক..

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
অভিমানি স্ত্রীকে ঘরে ফেরাতে ব্যর্থ হয়ে ছুরি হাতে শ্বশুরবাড়ীতে চড়াও হয়েছিল জামাই শ্যামুয়েল মার্ডী। এসময় তার ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে শ্বাশুড়ি..
স্টাফ রিপোর্টার  > দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বাশুড়ী নিহত হয়েছে।  এসময় তার ছুরিকাঘাতে আহত হয়েছে স্ত্রী এবং শ্যালক। গেল শুক্রবার দিনগত রাত পৌনে ১টার দিকে হতাহতের ওই ঘটনা ঘটেছে। ঘাতক জামাইকে আটক করেছে পুলিশ।
 
বীরগঞ্জ থানার ইনচার্জ আব্দুল গফুর জানান, বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নের চাউলিয়া আদিবাসী রামপাড়ায় স্বামী স্ত্রীর পারিবারিক ঝামেলায় বাপের বাড়ীতে আশ্রয় নিয়েছিল মিনি হাঁসদা।  স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে শুক্রবার মধ্যরাতে ছুরি হাতে শ্বশুর বাড়ীতে চড়াও হয় জামাই শ্যামুয়েল মার্ডী।  ধারাল ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করছিল সে। এসময় মেয়েকে রক্ষায় এগিয়ে গিয়ে জামাইয়ের ধারাল ছুরির কোপে মুখে পড়ে শ্বাশুড়ী বাহা বেসরা প্রাণ হারিয়েছে। আহত হয়েছে স্ত্রী মিনি হাঁসদা এবং শ্যালক বিকাশ কিস্কু। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধারসহ ঘাতক জামাইকে আটক করেছেন তারা।
এব্যাপারে আজ শনিবার মামলা রেকর্ডসহ লাশের ময়না তদন্তের ব্যবস্হা নিয়েছেন তারা।
###
Không có bình luận nào được tìm thấy


News Card Generator