নিজস্ব প্রতিনিধি > দিনাজপুরের বিরামপুরে পিকআপ চাপায় হাসান নামে একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলী (১৫) বিরামপুর পৌর শহরের লিচু বাগান চকপাড়া মহল্লার মিলন ইসলামের ছেলে। সে আমানুল্লা বিদ্যা নিকেতন থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। আগামীকাল সোমবার পরীক্ষায় অংশ গ্রহনের সূচি ছিল তার।
বিরামপুর থানার উপ পরিদর্শন আমির জানান, সকাল ১১ টার ঢাকা মোড়ের দিকে যাবার সময় পল্লবী মোড়ে পিকআপ চাপায় হাসান আলী নিহত হয়েছে। দুর্ঘটনার পর পিকআপসহ চালক পালিয়ে গেছে। এব্যপারে সড়ক আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা।
###



















