close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বিরামপুরে বিজিবির অভিযানে প্রাইভেটকারসহ ৩ মাদক কারবারি আটক..

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
চোখ ফাঁকি দিতে মাদক বহনে ব্যবহার করা হচ্ছিল দামি প্রাইভেটকার। কিন্তু শেষ রক্ষা হয়নি। বিজিবির টহল দলের হাতে ধরা পড়েতে হয়েছে মাদক কারবারিদের।..
নিজস্ব প্রতিনিধি > প্রাইভেটকারে করে নিষিদ্ধ ঘোষিত মাদক ফেনসিডিল বহন করে গন্তব্যে নিয়ে যাচ্ছিল মাদক কারবারিরা। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের।  বিজিবির ২৯ ব্যাটালিয়ের টহল দলের হাতে ধরা পড়তে হয়েছে তাদের।  আজ ২২ এপ্রিল মঙ্গলবার সকালে ওই অভিযান চলে বিরামপুরে।
 বিজিবির ২৯ ব্যাটালিয়নের বিরামপুরের কাটলা বিশেষ ক্যাম্পের টহল দলের সদস্যরা। সকালে একটি প্রাইভেট কার তল্লাসি করে।  এসময় ২৫ বোতল ফেন্সিডিল সিরাপসহসহ ৩জন মাদক কারবারিকে আটক  করেছে তারা। ফেনসিডিলের সাথে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ভগবানপুর গ্রামের সারোয়ার হোসেন (২৮)  মুন্না মিয়া (২২) এবং বিরামপুর উপজেলার উত্তর কাটলার বুলবুল হোসেনকে (৩৮) আটক করা হয়। পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার একটি মোটর সাইকেল এবং ৫টি মোবাইল ফোন জব্দ করেছে তারা। এব্যাপারে আটকৃতদেরসহ জব্দ মালামাল বিরামপুর থানায় হস্তান্তরসহ মামলা করেছে বিজিবি।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল  এ এম জাবের বিন জব্বার 
##৳
 
Ingen kommentarer fundet