close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
বইপ্রেমীদের জন্য সুখবর! ১ ফেব্রুয়ারি থেকে শুরু অমর একুশে বইমেলা, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
ঢাকা, ৩০ জানুয়ারি: বাংলা ভাষার সর্ববৃহৎ সাহিত্য উৎসব অমর একুশে বইমেলা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। এবারের বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বাংলা একাডেমি চত্বরে আয়োজিত বইমেলা প্রতিদিনই থাকবে পাঠক ও সাহিত্যপ্রেমীদের মিলনমেলা।
এবারের বইমেলার প্রতিপাদ্য
২০২৫ সালের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে। বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের প্রভাব বইমেলার আবহে বেশ গুরুত্ব পাচ্ছে।
সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ ঘোষণা
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বাংলা একাডেমির আব্দুল করীম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বইমেলার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। মেলা কমিটির সদস্যসচিব সরকার আমিন লিখিত বক্তব্যে জানান, এবারের বইমেলা গতবারের বিন্যাসের মতোই থাকছে, তবে কিছু নতুন সংযোজন ও পরিবর্তন আনা হয়েছে।
বইমেলার নতুন বিন্যাস ও বিশেষ পরিবর্তন
মেট্রোরেল স্টেশনের সংযোগ: বইমেলার প্রবেশ ও বাহিরপথে পরিবর্তন আনা হয়েছে। গতবারের মেলার বাহিরপথটি এবার মন্দির-গেটের কাছাকাছি স্থানান্তর করা হয়েছে।
চারটি প্রবেশ ও বাহিরপথ: বইপ্রেমীদের সুবিধার জন্য টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্লান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে চারটি প্রবেশ ও বাহিরপথ থাকবে।
সাহিত্যপ্রেমীদের জন্য নতুন আয়োজন: এবারের বইমেলায় থাকবে নতুন লেখকদের জন্য বিশেষ প্যাভিলিয়ন, সাহিত্য আড্ডা, বই উন্মোচন এবং আলোচনা সভা।
বইমেলায় কী থাকছে?
এবারের মেলায় দেশের শীর্ষস্থানীয় প্রকাশনী সংস্থাগুলোর পাশাপাশি নতুন ও তরুণ লেখকদের বই প্রকাশের সুযোগ আরও বিস্তৃত করা হয়েছে। পাশাপাশি সাহিত্যপ্রেমীদের জন্য বিশেষ ডিসকাউন্ট, অটোগ্রাফ সেশন, গল্প ও কবিতা পাঠের আসরও থাকছে।
বাংলা একাডেমি কর্তৃপক্ষ আশা করছে, এবারের বইমেলা হবে আগের সব আয়োজনের চেয়ে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।
📚 প্রস্তুতি নিন! ১ ফেব্রুয়ারি থেকে বইমেলার আনন্দে মাততে প্রস্তুত থাকুন!
Ingen kommentarer fundet



















