বিপিএলের আলোচনা সহ প্রায় ৩৬ টি এজেন্ডা নিয়ে বিকেল ৩ টা থেকে শুরু হয় বিসিবি বোর্ড সভা। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এটি তৃতীয় বোর্ড সভা৷ সভা শেষে বিসিবি সভাপতি প্রেস কনফারেন্সে বিপিএল শুরুর তারিখ উল্লেখ করেন। চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে বিপিএল, চলবে জানুয়ারী পর্যন্ত।
বিপিএলের সময়সীমা মাস ছয়েক থাকলেও এখনো নিশ্চিত হওয়া যায়নি, কয়টি দল অংশ নিবে পরবর্তী এই আসরে। এমন কি কোন ফ্র্যান্সাইজি থাকছে তাও নিশ্চিত নয়। তবে বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন নতুন ও পুরোনো ফ্র্যাঞ্চাইজি যারাই আগামী আসরে অংশ নেবে তাদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করবে বিসিবি।
বিপিএলের নতুন মৌসুমে নিশ্চিত ভাবেই গত আসরে অংশ নেয়া দলগুলোর মধ্যে রাজশাহী থাকছে না। দলটির মালিকানায় থাকা ভ্যালেন্টাইন গ্রুপের বিরুদ্ধে খেলোয়াড়দের পাওয়া অর্থ না দেয়াসহ একাধিক অভিযোগ রয়েছে।
এছাড়া সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম কিংসেরও বিপিএলের আগামী আসরে থাকা অনিশ্চিত। এই জায়গায় আসতে পারে বেশ কয়েকটি নতুন ফ্র্যান্সাইজি। এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা কেনার আগ্রহ প্রকাশ করেছে বাংলা টাইগার্স। এছাড়া নোয়াখালির রয়্যালস আসবে কিনা, সেটাও জানা যাবে পরবর্তীতে।



















