close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বিনম্র শ্রদ্ধায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্য দিয়ে সাতক্ষীরার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উদযাপন করেছে মহান বিজয় দিবস..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্য দিয়ে সাতক্ষীরার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উদযাপন করেছে মহান বিজয় দিবস। 

দিবসটি উপলক্ষে শহরের আব্দুর রাজ্জাক পার্কে মঙ্গলবার (১৬ ডিসেম্বর '২৫) প্রত্যুষে ৩১বার তোপধনির মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। এরপর শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলি প্রদান করা হয়। সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা বিএনপি আহবায়ক রহমতউল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী আজিজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ।

এরপর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে অংশ নেয় জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্ধোধন করে জেলা প্রশাসন। মেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্য স্থান পায়। এছাড়া, দিনব্যাপী শহীদ কাজল স্বরণি (খুলনা রোড মোড়), শহীদ সিরাজ স্বরণি (নিউ মার্কেট মোড়) ও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, রক্তদান কর্মসূচি, বাদ জোহর সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগাডা ও অন্যান্য উপাসনালয় শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ তাঁর সমাধিস্থলে মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে সৌখিন ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এছাড়া সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হয়।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উদযাপন:

       সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: 

গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর '২৫) দুপুরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দীন এঁর সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন  সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত (দিবা) ওয়াহিদা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত (প্রভাতী) শফিউল ইসলাম, সিনিয়র শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম, সহকারী শিক্ষক মামুনুর রশিদ ও সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস প্রমুখ। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক। এ সময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ।

            সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়: 

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর '২৫) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক প্রভাতী শাখার মোঃ আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক খান মকসুদুর রহমান, মোবাশেরুর রহমান, মহব্বত হোসেন, হুমায়ুন কবির প্রমুখ।

বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। আলোচনা সভা পূর্বে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। আলোচনা সভার শেষে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

         সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট: 

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর'২৫) সকালে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে কনফারেন্স রুমে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদার, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সপেক্টর প্রকৌশলী মাসুম বিল্লাহ, চিফ ইন্সট্রাক্টর (ননটেক) সিদ্দিক আলী ও প্রকৌশলী জগন্নাথ পাল প্রমুখ। 
প্রমুখ। 

আলোচনা সভা পূর্বে পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার এবং পরে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। 


মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. নাজির উদ্দিন। এ সময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পলিটেকনিক ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের ইনস্ট্রাক্টর রফিকুল ইসলাম।

        সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুল: 

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর '২৫) সকালে সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল এঁর সভাপতিত্বে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক লুৎফুন্নেছা ডালিয়া, সুকুমার সরকার প্রমুখ।

আলোচনা সভা পূর্বে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। 


দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মহসিন উদ্দিন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ মুকুল হোসেন।

মহান বিজয় দিবস উদযাপন বিভিন্ন রাজনৈতিক দল:

                সাতক্ষীরায় জেলা বিএনপি: 

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর '২৫) বিকালে জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও সদস্যসচিব আবু জাহিদ ডাবলু এর সঞ্চালনায় সাতক্ষীরা শহরের মোজাহের পেট্রোল পাম্পের সামনে থেকে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের তুফান কোম্পানী মোড়ে এসে র‍্যালি শেষ হয়। 

বর্ণাঢ্য বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপি সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক মো. আতাউর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ কামরুজ্জামান কামু, সাবেক তাঁতী দলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, সাতক্ষীরা পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক আলি শাহীন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সামির শোয়েব, যুব নেতা ও যুব নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ সিয়াম, আলিপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ। 

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি'র বিশাল বিজয় র‍্যালি স্লোগানে স্লোগানে বিপরীত হয়ে ওদের সাতক্ষীরা শহর। এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়নসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা: 

৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শখার যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটির নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর ২ আননে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর '২৫) সকাল ১১টার দিকে আমতলা সংলগ্ন বয়েজ স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়ে খুলনা রোড মোড়, নিউমার্কেট মোড় হয়েং পাকাপুলের মোড় হয়ে পূনরায় বয়েজ স্কুল মাঠে যেয়ে  সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয় র‌্যালিটি।
সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর ২ আননে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকালি সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আজিজুল ইসলাম, শহর শিবির সভাপতি আল মামুন, শহর জামায়াত আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোশারফ হোসেন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, শহর নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সেক্রেটারী হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় বিজয় দিবসের চেতনায় দেশ গঠন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়। র‌্যালিতে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‌্যালিতে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও জনগণ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আজকের দিনের অঙ্গীকার।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা শাখা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার দেবহাটা উপজেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর '২৫) বিকাল ৪টায় উপজেলা জামায়াত অফিস চত্বর থেকে বিজয় র‌্যালি শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামায়াত অফিস চত্বরে এসে এ র‌্যালি শেষ হয়। 

এ বিজয় র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। 

বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দীন মাহমুদ, উপজেলা জামায়াতের আশীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী সোলায়মান হুসাইন, আব্দুল গফুর সরদার, ইসরাইল আশেক মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফ্ফার, পারুলিয়া ইউনিয়ন আমীর সোহরাব হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, দেবহাটা সদর ইউনিয়ন সেক্রেটারী আব্দুর রাজ্জাক সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ, বিজয় দিবস উপলক্ষে সকালে উপজেলা জামায়াত অফিস চত্বর থেকে কয়েকশত মটরসাইকেল নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

উপজেলা প্রশাসন:

          তালায় মহান বিজয় দিবস পালিত

সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর'২৫) প্রত্যুষে ৩১ বার তোপধ্বণির মাধ্যমে দিনটির সূচনা হয়। 

সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্যদান করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের  সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর, বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন অধ্যক্ষ সুভাস সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ মফিজ উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মফিদুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিজুল হক লিটু, তালা প্রেসক্লাবের সভাপতি এস এম হাকিম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মীর্জা সাকিব প্রমুখ। 

এদিন দিনব্যাপী উপজেলা চত্বরে বিজয় মেলা, বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

        দেবহাটায় মহান বিজয় দিবস পালিত

সাতক্ষীরার দেবহাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর '২৫) উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়। 

দিনের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। পরে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 

এসময় পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্রপ্রতিনিধি, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাব, সরকারী কেবিএ কলেজ, দেবহাটা কলেজ, মহিলা কলেজ, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল, উপজেলা জাসাস সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।

পরে সকাল ৮টায় দেবহাটা ফুটবল মাঠে ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খাঁন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধিবৃন্দ। ডিসপ্লে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন অংশগ্রহণ করেন। 

সভা শেষে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টার ও শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত এবং জুলাই গণঅভ্যত্থানে নিহত শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করা হয়।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator