close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা উদ্বোধন-ফজলে হুদা বাবুল ..

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
মানবিক ও জনকল্যাণমূলক এই চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪৮ নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ফজলে হুদা বাবুল।..

 

নওগাঁর মহাদেবপুর উপজেলায় গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

মানবিক ও জনকল্যাণমূলক এই চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪৮ নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ফজলে হুদা বাবুল।

উদ্বোধনী বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, “দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা একটি মহৎ উদ্যোগ। বিশেষ করে চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের চিকিৎসা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে এ ধরনের চক্ষু শিবির অত্যন্ত প্রয়োজনীয়। সমাজের বিত্তবান ও বিভিন্ন প্রতিষ্ঠান যদি মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে, তাহলে সাধারণ মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে।”

চক্ষু শিবিরে আরও উপস্থিত ছিলেন বদলগাছী থানা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, মহাদেবপুর থানা বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক, মহাদেবপুর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু (চেয়ারম্যান, ইফফাত ফাউন্ডেশন)সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক সূত্রে জানা যায়, গাক চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে ২৩ ডিসেম্বর ২০২৫, বুধবার মহাদেবপুর উপজেলার রোহিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রোগী নিবন্ধন ও চক্ষু পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। শিবিরে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও বৃদ্ধ রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সেবা গ্রহণ করেন।

চক্ষু পরীক্ষায় যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন নির্ধারণ করা হয়েছে, তাদের পরবর্তী সময়ে গাক চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান।
স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা অত্যন্ত উপকারী। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের চক্ষু শিবির আয়োজনের দাবি জানান তারা।

Inga kommentarer hittades


News Card Generator