close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিকেএমইএ নির্বাচনে পরিচালক হলেন কর্ণফুলীর মোহাম্মদ ইয়াছিন..

Imran Hossain avatar   
Imran Hossain
****

এক যুগ পরে সরাসরি ভোটে দেশের নিট পোশাকশিল্পের মালিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫-২৭ সাল মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের কর্ণফুলীর মোহাম্মদ ইয়াছিন।

তিনি চট্টগ্রাম নগরীর সনেট গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক এবং কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার বাসিন্দা। তাঁর কোম্পানিজের দেশের বিভিন্ন অঞ্চলের বেকার হাজারও যুবকের কর্মস্থান সৃষ্টি করেছেন। তিনি সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থেকে করছেন সেবাও। এছাড়াও কর্ণফুলীর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ফয়জুল বারী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক সভাপতির দায়িত্বও পালন করেন।

জানা যায়, গত শনিবার দীর্ঘ এক যুগ পর দেশের নিট গার্মেন্টস মালিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫–২৭ সাল পর্যন্ত আগামী দুই বছর মেয়াদে পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা ভোট গ্রহণ চলে বিকেল পাঁচটা পর্যন্ত।

এরআগে ২০১২ সালে সংগঠনটির পরিচালনা পর্ষদ নির্বাচনে এমন আনুষ্ঠানিকভাবে ভোটের আয়োজন হয়।

পরিচালনা পর্ষদের নির্বাচিত পরিচালক মোহাম্মদ ইয়াছিন বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে চাচ্ছিলাম উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন। আমরা সব সময় নির্বাচনের পক্ষে। সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আগামীতে সকলকে সঙ্গে নিয়ে দেশের নিট পোশাকশিল্পের উন্নয়নে কাজ করে যাব। এতে সকলের সহায়তা কামনা করছি।'

No comments found


News Card Generator