বিকাশ কর্মকর্তাকে পিটিয়ে জখম, সাতক্ষীরায় ৪ লাখ টাকা ছিনতাই..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরা শহরে এক বিকাশ এজেন্টকে পিটিয়ে জখম করা হয়েছে এবং তার কাছ থেকে চার লাখ নগদ টাকা কেড়ে নেওয়া হয়েছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: এক বিকাশ এজেন্টকে আটকে রেখে পিটিয়ে জখম করার পর তার কাছ থেকে চার লাখ নগদ টাকা কেড়ে নেওয়া হয়েছে। শনিবার (১২ এপ্রিল '২৫) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের পুলিশ সুপারের বাংলোর পাশে এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় ওই বিকাশ এজেন্টকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বিকাশ এজেন্টের নাম শেখ আমিনুর রহমান। তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুরের শেখ হাবিবুর রহমানের ছেলে।

সুলতানপুরের শেখ আজিজুর রহমান জানান, তার ভাই শেখ আমিনুর হোসেন বিকাশের ডিএসও পদে চাকুরি করে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সে সাতক্ষীরা পুলিশ সুপারের বাংলোর পার্শ্ববর্তী বিকাশ এজেন্ট ও সালমান টেলিকমে যায়। এ সময় ব্যবসা সংক্রান্ত লেনদেন নিয়ে তার ভাই আমিনুরের সাথে সালমান টেলিকমের মালিক হিমেলের বচসা হয়। বচসার একপর্যায়ে হিমেলসহ কয়েকজন তার ভাইকে ধরে নিয়ে দোকানের মধ্যে মারপিট শুরু করে। লেঅহার রড দিয়ে আমিনুরের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এ সময় তার ব্যাগে থাকা নগদ চার লাখ টাকা কেড়ে নেওয়া জয়। খবর পেয়ে তিনি ভাইকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, এ ঘটনায় শেখ আজিজুর রহমান বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Không có bình luận nào được tìm thấy