মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি না জানানোর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন খানের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শহিদদের স্মরণে কোনো পুষ্পস্তবক অর্পণ বা আনুষ্ঠানিক শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন খান বলেন,
“আমরা ২১শে ফেব্রুয়ারিতে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দেইনি। তবে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে।”
এ প্রসঙ্গে মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান বলেন,
“কোনো বিদ্যালয়ে শহিদ মিনার না থাকলে পার্শ্ববর্তী বিদ্যালয় বা নিকটবর্তী যেকোনো প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করতে হবে। যদি শ্রদ্ধাঞ্জলি প্রদান না করা হয়ে থাকে, তাহলে তা অন্যায়।”
তিনি আরও জানান, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, মহান বিজয় দিবস রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। এদিনে শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্যের অংশ।



















