বিজয় দিবসে মুক্তিযুদ্ধ স্মরণে ছাত্রশিবির রাঙ্গামাটি

Nezam Uddin avatar   
Nezam Uddin
বক্তারা বিজয় দিবসের আদর্শ ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগ করার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান এবং ইসলামী মূল্যবোধের আলোকে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।..

 

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতি জনাব রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জনাব ইরফানুল হক। এ ছাড়া জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট, স্বাধীনতা অর্জনের পেছনে জাতির ত্যাগ ও সংগ্রাম এবং বিজয় দিবসের প্রকৃত তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল অন্যায়, শোষণ ও জুলুমের বিরুদ্ধে এ দেশের মানুষের ন্যায়সঙ্গত সংগ্রাম। শহীদদের আত্মত্যাগ ও মা-বোনদের সীমাহীন ত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে এই স্বাধীনতা, যা আমাদের জন্য একটি বড় আমানত।

বক্তারা আরও বলেন, দেশ থেকে দুর্নীতি, অন্যায় ও বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই বিজয়ের প্রকৃত অর্থ বাস্তবায়ন সম্ভব। স্বাধীনতার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভায় দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়েও বক্তারা বক্তব্য রাখেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এখনো চলমান। মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতায় জুলাই আন্দোলন প্রমাণ করে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম কখনো থেমে থাকে না। এ আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা জাতির ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

বক্তারা বিজয় দিবসের আদর্শ ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগ করার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান এবং ইসলামী মূল্যবোধের আলোকে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator