close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ বাংলাদেশিকে বিজিবির নিকট হস্তান্তর..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করেছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২১ জুন ২০২৫, শনিবার, দুই পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ জন বাংলাদেশী নাগরিককে বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি) এর নিকট হস্তান্তর করেছে। সাতক্ষীরা জেলার দুটি পৃথক সীমান্ত পয়েন্ট থেকে এই হস্তান্তর কার্য সম্পন্ন হয়।

প্রথম পর্যায়ে, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় কৈখালী সীমান্তে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টার দিকে কালিন্দী নদীর শূন্যরেখায় অনুষ্ঠিত এই বৈঠকে বিএসএফ ৪ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন উত্তর কৈখালী কোম্পানি কমান্ডার, নায়ক সুবেদার মোঃ তোফায়েল আহমেদ এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ঝিঙ্গা ক্যাম্পের এসি মিনা।

শ্যামনগরে হস্তান্তরিত ৪ জন বাংলাদেশী হলেন, আব্দুস সালাম সরদারের ছেলে মোহাম্মদ নুর আলম (৩৬), তার স্ত্রী আয়েশা খাতুন (২৬), এবং তাদের দুই কন্যা লাবিবা খাতুন (০৬) ও লামিয়া খাতুন (১৬ মাস)। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, পরিবারটি সাড়ে তিন বছর আগে চিকিৎসার জন্য ভারতের কেরালা রাজ্যে গিয়েছিল এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা বিএসএফের কাছে আত্মসমর্পণ করে।

অন্যদিকে, সাতক্ষীরার কুশাখালী সীমান্তে বিকেলে দ্বিতীয় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মাধ্যমে বিএসএফ ১৪ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কুশাখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাসিবুর রহমান এবং ভারতের পক্ষে আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার।

সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, হস্তান্তর হওয়া ১৪ বাংলাদেশি দেশের বিভিন্ন জেলার নাগরিক। তাদের মধ্যে ঢাকার কামরাঙ্গীরচর থানার মারিয়া আক্তার, নুসরাত জাহান, সাতক্ষীরার রাণী মন্ডল, রিয়া মন্ডলসহ আরও অনেকে রয়েছেন। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের বিভিন্ন রাজ্য থেকে আটক করে এবং নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে।

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল ইসলাম বলেন, বিজিবির মাধ্যমে থানায় হস্তান্তর করা ১৪ বাংলাদেশিকে যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। উভয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতায় এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়া দুই দেশের মধ্যে সীমান্ত সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

Ingen kommentarer fundet


News Card Generator