বিএনপিতে যোগ দিলেন জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা..

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা..

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
সোমবার, ২২ ডিসেম্বর রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাঁকে বরণ করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সৈয়দ এহসানুল হুদা দলের ফরম সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এর আগে তিনি তাঁর নেতৃত্বাধীন জাতীয় দল বিলুপ্তির ঘোষণা দেন।
যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তিনি সক্রিয়ভাবে কাজ করবেন। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের অংশ হিসেবেই তিনি বিএনপিতে যোগদান করেছেন বলে জানান।
দলীয় মনোনয়ন পেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ১২ দলীয় জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন।

没有找到评论


News Card Generator