close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বিএনপিতে চাঁদাবাজ-সন্ত্রাসীদের ঠাঁই নেই: মোর্শেদ আলম

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
মোর্শেদ আলম বলেন, ‘৫ আগস্টের পর থেকে অনেক নেতা-কর্মী বিভিন্ন এলাকায় শালিস-দরবারে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, বিএনপির কোনো নেতা-কর্মী গ্রাম্য শালিসে অংশ নিতে পারবেন না। এটা প্রশাসনের দা..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনোভাবেই দলে স্থান দেবে না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোর্শেদ আলম।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ১ নম্বর পাড়াগাঁও ওয়ার্ড বিএনপির আয়োজিত ঈদ-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মোর্শেদ আলম বলেন, ‘৫ আগস্টের পর থেকে অনেক নেতা-কর্মী বিভিন্ন এলাকায় শালিস-দরবারে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, বিএনপির কোনো নেতা-কর্মী গ্রাম্য শালিসে অংশ নিতে পারবেন না। এটা প্রশাসনের দায়িত্ব। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ত্যাগী কর্মীদের দল। যারা ষড়যন্ত্র করছে, যারা ফ্যাসিস্ট সরকারের এজেন্ট হিসেবে দলে ঢুকে পড়েছে, তাদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূলে আলোচনা গড়ে তুলুন।’

মোর্শেদ আলম বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়া হবে। এই ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র ধ্বংস করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠায় লড়াই করছে এবং করবে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম সরকার বলেন, ‘মোর্শেদ আলম একজন কাজপাগল নেতা। টিএনও থাকার সময় তিনি নিজ কর্মদক্ষতার প্রমাণ দিয়েছেন। তিনি এমপি নির্বাচিত হলে ভালুকা অঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবর রহমান মজু, ছারোয়ার জাহান এমরান, রুহুল আমিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবু সাঈদ জুয়েল।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator