close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না, অ্যাকশন চাই’ : সারজিস আলম..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বিস্ফোরক অভিযোগ করেছেন— বিএনপি মাঠ পর্যায়ে চাঁদাবাজদের রক্ষা করছে! লালমনিরহাটে পুলিশের হাতে আটক দুই চাঁদাবাজকে থানায় হামলা করে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় ফুঁসে উঠে..

লালমনিরহাটের পাটগ্রামে সরকারি অনুমোদিত পাথর ও বালুর গাড়িগুলো থামিয়ে নিয়মিতভাবে আদায় করা হচ্ছে চাঁদা। গাড়িপ্রতি ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত ‘উচ্চ পর্যায়ের চাঁদাবাজি’ এখন নিয়মে পরিণত হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, “আমি বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না, আমি দেখতে চাই অপকর্মের বিরুদ্ধে তাদের অ্যাকশন। তা যদি নিজের দলের নেতার বিরুদ্ধেও হয়—তাতেও সমস্যা নেই।

সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেন, বুধবার পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহসিকতার সঙ্গে চাঁদাবাজদের মধ্যে থেকে দুইজনকে আটক করে। তাদের শাস্তি হিসেবে এক মাসের কারাদণ্ড দেন। কিন্তু পরে ঘটে যায় নাটকীয় ঘটনা—বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী মিলে থানায় হামলা চালিয়ে আটককৃত চাঁদাবাজদের জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এতেই শেষ নয়। লালমনিরহাট জেলার পুলিশ সুপার কাছের হাতীবান্ধা থানায় অতিরিক্ত ফোর্স চাইলে সেখানেও বিএনপি নেতাকর্মীরা থানা অবরুদ্ধ করে ফেলে বলে অভিযোগ করেন সারজিস। এ অবস্থাকে তিনি চরম রাজনৈতিক অনৈতিকতা এবং রাষ্ট্রবিরোধী কাজ বলে আখ্যা দিয়েছেন।

পোস্টে স্থানীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশীর দিকে ইঙ্গিত করে সারজিস বলেন, “এগুলো তারই মদদপুষ্ট। যদি বিএনপির নেতাকর্মীরা মাঠ পর্যায়ে এইভাবে চাঁদাবাজদের প্রটেক্ট করে, তাহলে রাজনৈতিক সংস্কার কীভাবে সম্ভব?”

তিনি আরও লেখেন, “সবচেয়ে আগে দরকার হলো স্থানীয় সংগঠনগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ। যতদিন নেতাদের লাগাম টানা না যাবে, ততদিন পরিবর্তনের কোনো সুযোগ নেই।

সারজিস আলমের পোস্টে সবচেয়ে বিস্ময়কর দিকটি হলো—তিনি সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করে দিয়েছেন। অর্থাৎ, এই অভিযোগ তিনি দলীয় সর্বোচ্চ নেতৃত্বের দৃষ্টিগোচর করতে চেয়েছেন।

এ ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিষয়টি শুধু মাঠ পর্যায়ের অনিয়ম নয়—এটি বিএনপির উপর নৈতিক ও সাংগঠনিক চাপ বাড়াবে। বিশেষ করে যখন তারা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে ‘সংস্কার ও গণতন্ত্রের রক্ষাকর্তা’ হিসেবে নিজেকে উপস্থাপন করতে চায়।

বিএনপি এখন যে অবস্থানে দাঁড়িয়ে, সেখানে দলীয় স্বচ্ছতা ও শৃঙ্খলার প্রশ্নে আপসহীন পদক্ষেপ দরকার। যদি তারা সত্যিই পরিবর্তন চায়, তাহলে দলীয় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই হবে তাদের ‘প্রকৃত অ্যাকশন’। শুধু মুখের কথা বা রাজনৈতিক দফা দিয়ে এই পরিস্থিতি ঠেকানো সম্ভব নয়।

No comments found


News Card Generator