close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন সাতক্ষীরা-৩ আসনের কাজী আলাউদ্দীন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ধানের শীষের কান্ডারী বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, স..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ধানের শীষের কান্ডারী বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন।  

বুধবার (২৪ ডিসেম্বর '২৫) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দায়িত্ব প্রাপ্তকর্মকর্তা  মোঃ বেলায়েত হোসেন, আব্দুস সাত্তার পাটোয়ারীর নিকট  থেকে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন।

এসময় ধানেরশীষ প্রতিকে সংসদ সদস্য প্রার্থী কাজী আলাউদ্দীন বলেন, গণতন্ত্র পুন:উদ্ধার করতে এবং আগামীর উন্নত বাংলাদেশ গড়তে ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ হোক সকলের প্রতিক।  

আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার কালিগঞ্জ-আশাশুনি উপজেলার সকল স্তরের সাধারণ মানুষের কাছে ধানেরশীষের পক্ষে দোয়া ও আশির্বাদ কামনা করছি।  

এসময় কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল সহ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের শতশত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

No se encontraron comentarios


News Card Generator