close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,বেনাপোলে আহত ৩

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোরের বেনাপোলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে

যশোরের বেনাপোলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রেল স্টেশনে লেবারদের ইউনিয়ন নিয়ে প্রথমে কথাকাটাকাটি একপর্যায়ে সংঘাতে রুপ নেয়। এতে তিনজন গুরুতর জখম হন। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ঘিবা উত্তরপাড়ার ইব্রাহিম, ভবেরবেড়ের হযরত আলী ও ঘিবার কুতুব উদ্দিন। তারা বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তির অনুসারী। 
আহতরা জানান, সন্ধার পর বেনাপোলের স্টেশন এলাকায় তারা লেবার ইউনিয়নের মতবিনিময় সভা করছিলেন। এমন সময় শার্শা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের সমর্থক ভবেরবেড়ের রমজান, মাস্টার করিম, কালু, রনি, মনিরুল, মাহলুম, শাহাজানসহ আরও ২০ /২৫জন সেখানে আসেন। এসময় দুইপক্ষের সাথে কথাকাটাকাটি হয়। যা সংঘাতে রুপ নেয়। এরমধ্যে রমজান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রনিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় তাদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে এসব নিয়ে বাড়াবাড়ি করলে হত্যা করার হুমকি দিয়ে চলে যান রমজানগং। এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। 
এ বিষয়ে বেনাপোল থানার ওসি রাসেল মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিষয়টি তারা খতিয়ে দেখছেন। তবে, এ ঘটনায় কোনো পক্ষই তাদের কাছে লিখিত অভিযোগ দেয়নি বলে জানান।

Tidak ada komentar yang ditemukan