close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানার ৪টি মামলা, বার্ষিক আয় ৯৭ লাখ টাকা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
****

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা থেকে জানা গেছে, তার বিরুদ্ধে বর্তমানে ৪টি মামলা রয়েছে এবং তার বার্ষিক আয় প্রায় ৯৭ লাখ টাকা।

সম্পদের বিবরণ: হলফনামার তথ্য অনুযায়ী, রুমিন ফারহানা পৈতৃক ও মাতৃক সূত্রে ঢাকায় একাধিক স্থাবর সম্পত্তির মালিক।

  • স্থাবর সম্পদ: ধানমন্ডির ল্যাবরেটরি রোডে মায়ের কাছ থেকে এবং লালমাটিয়ার বি ব্লকে বাবার কাছ থেকে তিনি ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট পেয়েছেন। এছাড়া পুরানা পল্টনে তার মালিকানাধীন আরও দুটি ফ্ল্যাট রয়েছে। হলফনামায় এসব সম্পদের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ টাকা।

  • অস্থাবর সম্পদ: তার কাছে নগদ ৩২ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার রয়েছে। তবে তার নিজের নামে কোনো গাড়ি (যানবাহন), বিদেশি মুদ্রা, বা ব্যাংকে জমানো টাকা নেই। শেয়ারবাজার বা বন্ডেও তার কোনো বিনিয়োগ নেই।

আয় ও পেশা: পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও বার-অ্যাট-ল রুমিন ফারহানা ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে তার মোট বার্ষিক আয় দেখিয়েছেন ৯৭ লাখ ১৪ হাজার টাকা। এর মধ্যে বাড়িভাড়া থেকে বছরে ৮ লাখ ৭৫ হাজার টাকা এবং শিক্ষকতা ও পরামর্শক খাত থেকে ৬ লাখ টাকা আয় করেন বলে উল্লেখ করেছেন।

ঋণ ও মামলা: হলফনামা অনুযায়ী, রুমিন ফারহানা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি। তবে রাজনৈতিক বা অন্যান্য কারণে তার বিরুদ্ধে বিভিন্ন আইনে মোট ৪টি মামলা চলমান রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২৯ ডিসেম্বর) তিনি সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র দাখিল করেন।

Keine Kommentare gefunden


News Card Generator