কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ঈদ পুনর্মিলনী ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
রবিবার (৮ মে) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে অনাড়ম্বর এই অনুষ্ঠানের আয়োজন করে কুড়িগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভূরুঙ্গামারী উপজেলার ৭৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন, কুড়িগ্রাম-এর চেয়ারম্যান ও রংপুর মডেল কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম-এর সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার স্বপন, সোনাসাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক শামিনুর রহমান শাকিল।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডা. মোঃ জহুরুল ইসলাম (কনসালট্যান্ট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাউনিয়া), ডা. মেফতাহুল ইসলাম মিলন (অধ্যাপক, টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া), এবং ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক হাফিজুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।