close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভূঞাপুরের সৌন্দর্য বৃদ্ধিতে বিডি ক্লিনের গাছ রোপন!

Hady Chakder avatar   
Hady Chakder
****

টাঙ্গাইলের ভূঞাপুরে বাসস্ট্যান্ড গোল চত্তরের সৌন্দর্য বৃদ্ধিতে বনজ, ফলজ ও ঔষুধি সহ প্রায় ৪০টি প্রজাতির গাছ রোপন করেছে ''বিডি ক্লিন টাঙ্গাইল''।

২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড গোল চত্ত্বর এলাকায় পৌর কর্তৃপক্ষের অর্থায়নে এ গাছ রোপন কর্মসূচি বাস্তবায়ন করে বিডি ক্লিন টাঙ্গাইল। 

এতে উপস্থিত ছিলেন, বিডি ক্লিন টাঙ্গাইলের অতিরিক্ত সমন্বয়ক মাহদী, জেলা সমন্বয়ক মির্জা মাসুদ, সহ সমন্বয়ক সাইম আকন্দ, লজিস্টিক সমন্বয়ক সিহাব জামিল, সমন্বয়ক (আইটি ও মিডিয়া) রাকিব হাসান, উপজেলা সমন্বয়ক আখি আক্তার, উপ সমন্বয়ক রুপম তালুকদার, সহ সমন্বয়ক মোবারক হোসেন, সমন্বয়ক (আইটি ও মিডিয়া) পিয়াল হাসান, লজিস্টিক সমন্বয়ক তৌফিকুর রহমান ও সৌখিন নার্সারি স্বত্বাধিকারী ইলিয়াস জামান সহ বিডি ক্লিন টাঙ্গাইলের সকল সদস্যরা। 

বিডি ক্লিনের ভূঞাপুর উপজেলা সমন্বয়ক (আইটি ও মিডিয়া) পিয়াল হাসান জানান, সম্প্রতি উপজেলার বাসস্ট্যান্ড গোল চত্ত্বর এলাকায় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পৌরসভা কর্তৃপক্ষ। তারপর গোল চত্তরের সৌন্দর্য বৃদ্ধিতে "বিডি ক্লিন টাঙ্গাইল" এর উদ্দ্যোগে আজকে বিকেলে বনজ, ফলজ, ফুল ও ঔষধি সহ প্রায় ৪০ ধরনের গাছ রোপন করা হয়। 

 

 

Nessun commento trovato